সরকারই তাদের এজেন্ট দিয়ে নাশকতা ঘটায়: ফখরুল

0
820
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, থেকে (০৯ ডিসেম্বর) : আঠার দলীয় জোট নাশকতা করছে এ অভিযোগ উডিয়ে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারই তাদের এজেন্ট দিয়ে নাশকতা ঘটায়। আর এর দায় বিএনপির উপর চাপিয়ে দেয়।
 
রোববার সকালে রাজপথ অবরোধের শুরুতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, “এটি অবরোধ, হরতাল নয়। তাই পিকেটিং প্রয়োজন নেই। আমরা আশা করি দেশব্যাপী শান্তিপূর্ণভাবেই পালন হবে। দেশব্যাপী জনগণও আমাদের সঙ্গে আছে।

বিএনপির স্বণির্ভর বিষয় সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর গেফতার বিষয়ে তিনি বলেন,  “আমাদের নেতা-কর্মীদেরকে অযথা গ্রেফতার করছে সরকার। তারা ফ্যাসিবাদি। তাই কোন গণতান্ত্রিক আচরণ তাদের পছন্দ হয় না।

এসময় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরি এ্যানী ও মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামও উপস্থিত ছিলেন।

এর আগে কুয়াশার চাদর মুড়ি দিয়ে ভোর সাড়ে ছটার দিকে একাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মির্জা ফখরুল।

তার গায়ে দেখা যায় গেরুয়া রঙয়ের জ্যাকেট, পরণে কালো প্যান্ট।

এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে সারা রাত অবস্থান করেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরি এ্যানী ও মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম এবং দপ্তর বিষয়ক সম্পাদক রুহুল কবির রিজভী।

নিউজরুম

শেয়ার করুন