রুপসীবাংলা, শ্যামপুর (০৯ ডিসেম্বর) : রাজধানীর শ্যামপুর নতুন আলীবরে সকাল ৭টা ৩০ মিনিটে একটি ট্যাংকলরি পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। এছাড়া সকাল ৮টার সময় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়াসহ পোস্তগোলা থেকে শ্যামপুর পর্যন্ত রাস্তায় দুইপাশে পার্কিং করা অবস্থায় অন্তত ২৫টি গাড়ি ভাংচুর ও দুটি গাড়িতে আগুন দিয়েছে পিকেটাররা।
ট্যাংকলরির চালক মোহাম্মদ রফিক বাংলানিউজকে বলেন, “ সাড়ে সাতটার দিকে কিছু লোক আমার গাড়ি থামাতে বলে। প্রথমে কুয়াশার কারণে আমি তাদের চিনতে পারিনি। আমি মনে করেছি পুলিশ। এরপর আমাকে গাড়ি থেকে নামতে বলে। কিছুক্ষণ পরই আগুন ধরিয়ে দেয় তারা।”
রাস্তার পাশে থাকা অধিকাংশ ড্রাইভার তাদের গাড়ি ভাংচুরের ঘটনায় হতাশ হয়ে পড়েছেন। ঘনকুয়াশার কারণে দৃর্বৃত্তরা পালিয়ে যায়।
এই বিষয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই)মবিন আহম্মেদ বলেন, “একটি ট্যাংকলরিসহ প্রায় ২৬টি ট্রাক ভাংচুর করেছে দুর্বৃত্তরা। হঠাৎ করে এই ঘটনা ঘটিয়ে চলে যায় তারা।”
নিউজরুম