রুপসীবাংলা, সিলেট (০৫ ডিসেম্বর) : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, “পদ্মাসেতুতে কোনো দুর্নীতি হয়নি, ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র আর দুর্নীতি এক নয়, দুটি ভিন্ন বিষয়।”
বুধবার দুপুরে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসের সংস্কারকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রথমে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি না হলেও পরে পদ্মাসেতু নিয়ে প্রশ্ন করায় তিনি জবাবে এ কথা বলেন।
এর আগে বুধবার সকাল ১০টায় অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেট এমসি কলেজ ছাত্রাবাসের সংস্কারকাজ উদ্বোধন করেন।
নিউজরুম