রুপসীবাংলা, ঢাকা (০৫ ডিসেম্বর) : সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর একটি বাসা থেকে তাকে বিদেশি মদ, অস্ত্র, ইয়াবাসহ জন্মনিয়ন্ত্রণকারী পিল ও যৌন উত্তেজক স্প্রে সহ গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, এক নারীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, নারী নির্যাতন, অস্ত্র মামলার অভিযোগ আনা হয়েছে।
জানাগেছে, এই সঙ্গীত পরিচালক দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে বসবাস করে আসছেন তিনি ।
প্রসঙ্গত শওকত আলী ইমন টেলিভিশন শিল্পী বিজরী বরকত উল্লাহর সাবেক স্বামী।