রুপসীবাংলা, ঢাকা: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডব্লিউ ড্যান মোজীনা বলেছেন, বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডিং তখনই হবে, যখন দেশের শ্রমিকদের কাজের পরিবেশ নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে তিনি শ্রমিকদের কাজের পরিবেশ ও অধিকার নিশ্চিত করতে তাদেরকে কার্যকরী ইউনিয়ন করতে দেওয়ার আহ্বান জানান।
বুধবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘পজিশনিং বাংলাদেশ: ব্র্যান্ডিং ফর বিজনেস’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মোজীনা। বিদেশে বাংলাদেশের ব্যবসার সম্ভাবনাকে আরো প্রসারিত করতে দু’দিনব্যাপী এ পরিচিতিমূলক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, ‘‘২৪ নভেম্বর আশুলিয়ার গার্মেন্ট কারখানায় যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে, তাতে সারা বিশ্ব মর্মাহত হয়। তার সঙ্গে আমিও।’’
মোজীনা বলেন, যুক্তরাষ্ট্র ১১০ বছর আগে তার শ্রমিকদের কাজের পরিবেশ ও অধিকার সংরক্ষণ করেছে। আমি মনে করি, বাংলাদেশেও শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে, তাদেরকে কার্যকরী শ্রমিক ইউনিয়ন করতে দেওয়ার মধ্য দিয়ে।
এর আগে সকালে সেমিনারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘‘বাংলাদেশের রয়েছে অনেক সমস্যা, অনেক চ্যালেঞ্জ। যেমন, দারিদ্র্য, সাম্প্রদায়িকতা। তা সত্ত্বেও দেশ অনেক ক্ষেত্রেই সাফল্য অর্জন করেছে, এগিয়ে গেছে। যেমন, নারীর ক্ষমতায়ন, শিশুস্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে আমাদের অনেক অর্জন রয়েছে।’’
বিবি রাসেল বাংলাদেশি পণ্যের স্বত্ত্ব আইন করে তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, ‘‘জামদানি, মসলিনসহ অনেক কিছুই আমাদের নিজস্ব পণ্য। এগুলোর স্বত্ত্ব আমাদেরই থাকতে হবে। না হলে এগুলো হারিয়ে যাবে।’’
আপলোড, ০৫.১২.১২ নিউজরুম