মহাখালীতে জামায়াত শিবিরের ঝটিকা মিছিল

0
649
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (০৫ ডিসেম্বর) : রাজধানীর মহাখালীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝটিকা মিছিল করেছে জামায়াত শিবিরের কর্মীরা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে হঠাৎ জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করে। একপর্যায়ে তারা রাস্তায় পড়ে থাকা কাগজ জড়ো করে সেখানে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াতের মিছিল করার সময় কয়েকজন পুলিশ সদস্যও সেখানে ছিল। মিছিল দেখে তারা নিরাপদ দূরুত্বে চলে যায়। প্রায় ২০ খেকে ২৫ মিনিট জামায়াত-শিবির কর্মীরা মিছিল নিয়ে ফ্লাইওভারের নিচে অবস্থান করে।
 
এ প্রসঙ্গে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুঁইয়া মাহবুব উদ্দিন  বলেন, “সকালে জামায়াত-শিবিরের কর্মীরা অতর্কিত একটি মিছিল বের করে। তবে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যায়।”

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, “কয়েকজন পুলিশ সদস্য ওই জায়গায় উপস্থিত থাকলেও তারা অতিরিক্তি পুলিশের জন্য থানায় খবর দেয়। পরে অতিরিক্ত পুলিশ আসার সঙ্গে সঙ্গেই মিছিলকারীরা চলে যায়।

নিউজরুম

শেয়ার করুন