রুপসীবাংলা, নারায়ণগঞ্জ (০৫ ডিসেম্বর) : নারায়ণগঞ্জ শহরে আবারো জঙ্গি মিছিল করে পুলিশের ওপর হামলা করেছে জামায়াত ও ছাত্রশিবিরের ক্যাডাররা। এ সময় বাধা দেওয়ায় তারা পুলিশের ৩ সদস্যকে অবরুদ্ধ করে পিটিয়ে মারাত্মক আহত করেছে।
বুধবার সকাল পৌনে ১০টায় শহরের মণ্ডলপাড়া পুল সংলগ্ন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টায় শহরের মণ্ডলপাড়া এলাকা থেকে জামায়াত-শিবিরের একটি মিছিল বের হয়। মিছিলে থাকা লোকজনের হাতে মোটা লাঠিসোটা ও ইট-পাটকেল ছিল। মিছিলটি বঙ্গবন্ধু সড়ক দিয়ে শহরের নিতাইগঞ্জ এলাকার দিকে যাওয়ার সময়ে মণ্ডলপাড়া পুলের কাছেই ফায়ার সার্ভিস অফিসের সামনে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির ক্যাডারদের বাকবিতণ্ডা ঘটে।
এক পর্যায়ে জামায়াত-শিবিরের ক্যাডাররা পুলিশের এসআই রবি চরণ চৌহান ও কনস্টেবল কাশেমকে অবরুদ্ধ করে বেধড়ক পিটিয়ে আহত করে। তাদের বাঁচাতে এসে অপর এক পুলিশ কনস্টেবল সুলতান আহত হন। পরে মিছিলটি নিতাইগঞ্জ যাওয়ার সময়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
নিউজরুম