খিলগাঁওয়ে জামায়াতের হামলায় ৪ পুলিশ আহত

0
400
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, খিলগাঁও (০৪ ডিসেম্বর) : হরতালের সকালে রাজধানীর খিলগাঁওয়ে জামায়াত-শিবিরের চোরাগোপ্তা হামলায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে সকাল সাড়ে ৯টার দিকে জামায়াত-শিবির কর্মীরা শান্তিনগর মোড়ে বাস ভাঙচুর। এ সময় পুলিশ তিনজন জামায়াত-শিবির কর্মীকে আটক করে। এ ঘটনার পর আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে খিলগাঁওয়ের খিদনা হাসপাতালের সামনে প্রায় ১৫ মিনিট ধরে চলা সংঘর্ষে মান্নান নামের একজন পুলিশ সদস্যসহ চারজন পুলিশ আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্য মান্নান বলেন, “সংঘর্ষের একপর্যায়ে আমরা আত্মরক্ষার্থে গুলি ছুড়ি। তখন দ্রুত স্থান ত্যাগ করে জামায়াত-শিবিরের পিকেটাররা। সংঘর্ষ চলাকালে পিকেটাররা যাত্রীসহ একটি বাসে আগুন ধরিয়ে দেয়।”

সংঘর্ষের পর পরই ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও সংঘর্ষের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

নিউজরুম

শেয়ার করুন