রুপসীবাংলা, ঢাকা (০৪ ডিসেম্বর) : যুদ্ধাপরাধের অভিযোগে আটক শীর্ষ নেতাদের মুক্তিসহ নানা দাবিতে ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিরপুরে ৪টি বাসে আগুন দিয়েছে জামায়াত কর্মীরা।
মঙ্গলবার সকাল মিরপুরে পৃথক তিনটি স্থানে এ ঘটনা ঘটে। বাসে আগুন দেওয়ার অভিযোগে পুলিশ মিরপুর ১০ নম্বর থেকে দুইজন ও আনসার ক্যাম্পের সামনে একজনকে আটক করে।
সকাল ১০টা ৩০ মিনিটের দিকে মিরপুর চিড়িয়াখানার সামনে দিশারি পরিবহনে আগুন দেয় হরতাল সমর্থকরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বেলা ১১টায় মিরপুর ১ নম্বরে আনসার ক্যাম্পের সামনে দুটি বাসে আগুন দেওয়া হq। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে এসময় দোকানপাট বন্ধ করে দ্রুত স্থান ত্যাগ করে।
মিরপুর আনসার ক্যাম্পের সামনে বাসে আগুন দেওয়ার অভিযোগে সন্দেহভাজন সুরজ মিয়া নামের একজনকে আটক করে মিরপুর থানা পুলিশ। তিনি একজন মাংসব্যবসায়ী।
এ বিষয়ে মিরপুর থানার পুলিশ ইন্সপেক্টর (পিআই) আবুল হোসেন বলেন, “বাসে আগুন দেওয়ার অভিযোগে আমরা তিনজনকে আটক করেছি।”
এছাড়া মিরপুর ১০ নম্বর থেকে দুইজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি জানান, মিরপুর আনসার ক্যাম্পের সামনে বাসে আগুন দেওয়ার অভিযোগে সুরজ মিয়v (৪৫) নামের একজনকে আটক করv হয়েছে।
এ ঘটনার পর মিরপুর থানা, শাহ আলী থানা ও দারুস সালাম থানা পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে এবং সন্দেহভাজনদের তল্লাশী চালাচ্ছে।