রাজধানীর যাত্রাবাড়ীতে হরতাল সমর্থকরা ১৫টি গাড়ি ভাংচুর করেছে

0
635
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (০৪ ডিসেম্বর) : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হরতাল সমর্থনে পিকেটাররা ১০/১৫টি গাড়ি ভাংচুর করেছে। এসময় তারা পুলিশের টহল গাড়িতেও ইট-পাটকেল ছুঁড়ে ভাংচুরের চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশের গলি থেকে একটি মিছিল রাস্তায় চলে আসলে সেসময় রাস্তায় থাকা ১০ থেকে ১৫টি গাড়িতে তারা ভাংচুর করে। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে দেয় তারা। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। এছাড়া যাত্রাবাড়ী এলাকায় একটি বাস উল্টে দেয় জামাত-শিবিরের কর্মীরা। তবে এতে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম  বলেন, ‌
“সকালের দিকে জামায়াত-শিবিরের সমর্থকরা গাড়ি ভাংচুরের চেষ্টা করে। পরে পুলিশ পদক্ষেপ দিয়ে তাদের হঠিয়ে দেয়। এই মুহুর্তে যাত্রাবাড়ী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

নিউজরুম

শেয়ার করুন