নিজস্ব প্রতিবেদক, (০৩ ডিসেম্বর) : নাটোরের সিংড়ায় সজল সিকদার নামে এক ব্যক্তির কংকাল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের জলারবাতা এলাকা থেকে কংকালটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নাটোর-বগুড়া মহাসড়কের পাশে কংকাল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে কাংকালটি উদ্ধার করে।
তবে কংকালের পাশে একটি থাকা জাতীয় পরিচয় পত্র দেখে লাশ সনাক্ত করে পুলিশ। মৃত সজল সিকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গোয়াঘান এলাকার মৃত শৈলেন্দ্রনাথ সিকদারের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুর রহমান জানান, দুষ্কৃতকারীরা হত্যা করার পর লাশটি ফেলে রেখে যেতে পারে। দীর্ঘ দিন হওয়ায় লাশটির হাড়গোড় পড়ে ছিল।
নিউজরুম