রুপসীবাংলা আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তাজরিন ফ্যাশনস লিমিটেডের কারখানায় আগুনে নিহত ১১২ জনের প্রতি গভীর শোক প্রকাশ করেছে চীন।
মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোং লি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন ও তাদের আত্মীয়-স্বজনের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি নিহতদের আত্মার শান্তি কামনা করেন তিনি।
উল্লেখ্য, এ ঘটনায় নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক প্রকাশ করা হয় ও জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়। এছাড়াও এদিন দেশ-বিদেশের বিভিন্ন মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জায় নিহতদের আত্মার শান্তি কামনা হয়।
নিউজরুম, 28-11-12