রুপসীবাংলা, ঢাকা (২৮ নভেম্বর) : সেনাবাহিনীর জন্য দুটি সর্বাধুনিক হেলিকপ্টার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘‘সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের বিকল্প নেই। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।’’
বুধবার সকাল ৯টায় আর্মি এভিয়েশনে দুটি সর্বাধুনিক ডাওফিন এএস-৩৬৫ হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, “নতুন হেলিকপ্টার দুটি আর্মি এভিয়েশনে সংযোজিত হওয়ায় সেনাবাহিনী আরো গতিশীল হয়ে উঠবে বলে আমি আশা করি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, ইউরোকপ্টার রিপ্রেজেন্টিটিভ ড. বামহার্ট গ্রোনার এবং আর্মি এভিয়েশনের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লা আল আজাহার।
অনুষ্ঠানে সেনাপ্রধান অর্থমন্ত্রীকে একটি সোয়েট উপহার দেন। পরে মন্ত্রী ডাওফিন হেলিকপ্টার দুটির ফিতা কেটে এর উদ্বোধন করেন।
নিউজরুম