রুপসীবাংলা, নিউইয়র্ক (২৮ নভেম্বর) : বাংলাদেশি তরুণ কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস নিজেকে নির্দোষ দাবি করেছেন। নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবনে বোমা হামলার পরিকল্পনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
মঙ্গলবার নিউইয়র্কের ব্রুকলিন ফেডারেল কোর্টে সংক্ষিপ্ত শুনানিতে ২১ বছর বয়সী নাফিস নিজেকে নির্দোষ দাবি করেন।
গত ১৭ অক্টোবর বিতর্কিত ‘স্টিং অপারেশনের’ মাধ্যমে নাফিসকে গ্রেফতার করে নিউইয়র্ক পুলিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। তারা জানায়, এই বাংলাদেশি যুবক এক হাজার পাউন্ড ওজনে বিস্ফোরক দিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল।
গত ১৫ নভেম্বর গ্র্যান্ড জুরি নাফিসের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাদের দেওয়া অভিযোগপত্র অনুমোদন করে।
নাফিসের পক্ষে মামলা পরিচালনা করছেন হেইডি সিজার নামের একজন আইনজীবী। তাকে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের কূটনীতিকরা নাফিসকে সহায়তা দেয়ার চেষ্টা করলেও এখন পর্যন্ত তার সঙ্গে কথা বলার অনুমতি পায়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, কাজী নাফিস কারো সঙ্গে সাক্ষাৎকার সহায়তা চান না।
নিউজরুম