ডেসটিনি গ্রুপের ৩৫টি প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত

0
223
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (২৭ নভেম্বর) :দুদকের আবেদনের প্রেক্ষিতে ডেসটিনি গ্রুপের ৩৫টিপ্রতিষ্ঠানের সব কটির স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের (বাজেয়াপ্ত)নির্দেশ দিয়েছেন আদালত

মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশনেরউপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলামের আবেদনক্রমেঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ নির্দেশ দেন

একই সঙ্গেডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ওপরিচালক মিসেস ফারাহ দীবার ব্যক্তিগত স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকেরওনির্দেশ দিয়েছেন আদালত

এর আগে গত ২ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালকতৌফিকুল ইসলামের আবেদনক্রমে ডেসটিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি, ডেসটিনি ট্রি প্ল্যানটেশন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৫৩৩টি ব্যাংক অ্যাকাউন্টজব্দ করার নির্দেশ দিয়েছিলেন একই আদালত

উল্লেখ্য, সোনালী, অগ্রণী, জনতা, উত্তরা, এবি, ন্যাশনাল, সিটি, ইসলামী, সোসাল ইসলামী, ইউসিবিএল, ইস্টার্ন, এনসিসি, প্রাইম, সাউথ ইস্ট, ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট, ডাচবাংলা, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ওয়ান, কমার্স, যমুনা, প্রিমিয়ার, এশিয়া, ট্রাস্ট, শাহজালাল, ব্র্যাক, আল আরাফা ইসলামী, এইচএসবিসি ও পূবালীব্যাংকে ডেসটিনির ৫৩৩টি অ্যাকাউন্ট রয়েছে

 

 

 

নিউজরুম  

 

শেয়ার করুন