রুপসীবাংলা, ঢাকা (২৭ নভেম্বর) :আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন গার্মেন্টসকারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দেশি এবং আন্তর্জাতিক শক্তি জড়িত থাকতে পারেবলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননএমপি।
আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডেশতাধিক শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার ১২টা ৩০ মিনিটে জাতীয়প্রেসক্লাবের সামনে জাতীয় শ্রমিক ফেডারেশন আয়োজিত শোকৠালি ও প্রতিবাদসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রাশেদ খান মেননবলেন, ‘‘দেশি ও বিদেশি শক্তি এ কাজ করে থকতে পারে। তবে যারা এতে মদদ দিয়েছেও ক্ষেত্র প্রস্তুত করেছে তাদের খুঁজে বের করতে হবে।’’
তিনি বলেন, ‘‘উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে এর পেছনে জড়িতদের উপযুক্ত শাস্তি দিতে হবে।’’
তিনিআরও বলেন, ‘‘পোশাক শ্রমিকদের কারণে আমাদের অর্থনীতির চাকা সচল হয়েছে।বিদেশে আমরা সুনাম অর্জন করেছি, আমাদের বৈদেশিক মুদ্রার রির্জাভ বেড়েছে।তাদের এই নির্মম মৃত্যু মেনে নেওয়া যায় না। কারখানার ভিতরে শ্রমিকদেরনিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেসব মালিক শ্রমআইন মানছেন না, তাদের আইনেরআওতায় নিয়ে আসতে হবে।’’
তিনি বলেন, এতোদিন পরে শ্রমমন্ত্রীর বোধোদয় হলো। শ্রমবান্ধব কারখানা সম্পর্কে তার আরও আগে বোধোদয় হওয়া দরকার ছিল।’’
জাতীয়গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিরের সভাপতিত্বে শোকৠালিও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেডআনিসুর রহমান মল্লিক, পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা এমপি ও শ্রমিককর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।
নিউজরুম