নিজস্ব প্রতিবেদক, নওগাঁ (২৭ নভেম্বর):নওগাঁর ধামইরহাটে ৭০০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১০ দিকে গোপন সংবাদ পেয়ে ধামইরহাট থানার এসআই মোমেনুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার আঙ্গরত গ্রাম থেকে ৭শত বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মুকুল হোসেন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত ব্যক্তি একই জেলার পত্নীতলা উপজেলার গগনপুর গ্রামের শহরত আলীর পুত্র। আটককৃত ফেন্সিডিলগুলোর আনুমানিক মূল্য ২ লক্ষ ৮০ হাজার টাকা। এব্যাপারে ধামইরহাট থানায় একটি মামলা হয়েছে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দীন জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, এ উপজেলাকে মাদকমুক্ত করার জন্য এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদনা আলীরাজ/ রাফি নিউজরুম