স্বাধীনতা

0
213
Print Friendly, PDF & Email

স্বাধীনতা তুমি কি দিলে আমায়

দেখি রক্ত আজও জামায় জামায়।

তোমার জন্য নিবেদিত প্রাণ,

দিয়েছে কত রক্ত বাংলার সন্তান ।

তোমার আশায় যারা বেধে ছিল বুক,

আজও তাদের ঘুচলোনা দুখ।

স্বাধীনতা তুমি বলতে পার ?

যাবে কত প্রাণ এখনো আরও।

এখনো চলে বন্দুক বাজি

পাতে কত ছেলে বুক।

তবুও কি বাংলা দেখিবেনা আজও

স্বাধীনতার ঐ মুখ।

 

শেয়ার করুন