তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না -জেলা শ্রমিক দল সভাপতি ভুলু

0
174
Print Friendly, PDF & Email

 

নিজস্ব প্রতিবেদক, নাটোর (২৭ নভেম্বর): নাটোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু রাইহান ভুলু বলেছেন, বর্তমান সরকার গুম, হত্যা ও মিথ্যা মামলার রাজনীতি শুরু করেছে। যতই ষড়যন্ত্র হোক, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হতে দেয়া হবে না। শ্রমিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি।

গতকাল বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত সিংড়া উপজেলার খেজুরতলা মাঠে ৭নম্বর লালোর ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা শ্রমিক দলের সভাপতি সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে এম কামাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, নাটোর পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম খান, সহ-সভাপতি সাহিফুল ইসলাম সুমন।

এসময় সিংড়া উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, পৌর শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব রোজ এবং শ্রমিকদলসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে নুরুল ইসলাম সভাপতি, আলম হোসেন সাধারণ সম্পাদক ও মাসুদকে সাংগঠনিক করে লালোর ইউনিয়ন শ্রমিক দলের আংশিক কমিটি গঠন করা হয়।

 

 

শেয়ার করুন