রুপসীবাংলা আন্তর্জাতিক ডেস্ক: ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে যৌথ মিশন শেষ হওয়ার পরও আফগানিস্তানে ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে ওবামা প্রশাসন। নিউইয়র্কের একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেষ্ঠ্য মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, আফগানিস্তানে মার্কিন ও বিদেশি বাহিনীর কমান্ডার জেনারেল জন অ্যালেনের সুপারিশ অনুযায়ী ওবামা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। জন অ্যালেন ৬ থেকে ১৫ হাজারের মতো সেনা মোতায়েন রাখার সুপারিশ করেছিলেন।
২০১৪ সালে আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে ন্যাটো অভিযান শেষ করার পর এসব সেনা প্রশিক্ষণ ও সন্ত্রাসবাদবিরোধী অভিযান পরিচালনা করবে বলে পত্রিকাটির প্রতিবেদনে জানা যায়।
আফগানিস্তানে বর্তমানে ৬৭ হাজার মার্কিন সেনা ও ৩৭ হাজার ন্যাটো সেনা মোতায়েন রয়েছে। পাশাপাশি আফগানিস্তানের ৩ লাখ ৩৭ হাজার সেনা ও পুলিশ কাজ করছে।
গত ১৫ নভেম্বর ২০১৪ সালে ন্যাটো সেনা প্রত্যাহারের পর মার্কিন সেনাদের অবস্থান কি হবে তা নিয়ে আফগান ও মার্কিন সরকার গুরুত্বপূর্ণ আলোচনায় বসে।
আফগানিস্তানে স্থায়ী ঘাঁটি স্থাপন করতে চায় না বলে মার্কিন কৃর্তপক্ষ জানিয়েছে।
এদিকে, ২০১৪ সালের পর আফগানিস্তানে মার্কিন সেনাদের উপিস্থিতি মেনে নেবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই।
নিউজরুম