রুপসীবাংলা, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: রিপলি’স বিলিভ ইট অর নট-এ অর্ন্তভূক্ত হয়েছেবাংলাদেশি শিশু ওয়াসিক ফারহান রূপকথা। বাংলাদেশ সময় রোববার রাতে এই তথ্যজানিয়েছে রিপলি’স বিলিভ ইট অর নট কর্তৃপক্ষ।
রূপকথার মা সিনথিয়াফারহিন রিশা বাংলানিউজকে জানান, “রিপলি’স কর্তৃপক্ষের সঙ্গে ২০১১ সালেরূপকথার অর্ন্তভূক্তির ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি মোতাবেকরূপকথার মেধার স্বীকৃতিতে আমরা অনেক আনন্দিত।”
এদিকে রূপকথাকে ‘বিস্ময়কর বালক’ স্বীকৃতি দিয়ে একটি বিশেষ ছবি প্রকাশ করেছে রিপলি’স বিলিভইট অর নট। একই সঙ্গে রূপকথাকে একজন কম্পিউটার প্রোগ্রামার হিসেবেও অভিহিতকরেছে তারা।
৬ বছর বয়সী অসাধারণ মেধার অধিকারী এই রূপকথাকে নিয়ে গত বছর বিশেষ প্রতিবেদন প্রকাশ করে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
বাংলানিউজছাড়াও দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতেও বিভিন্ন সময় রূপকথাকে নিয়েফিচার প্রকাশিত হয়। আর বিশ্বের সবচেয়ে কম বয়সী কম্পিউটার প্রোগ্রামারহিসেবে অভিহিত করে রূপকথাকে নিয়ে সংবাদ প্রকাশ করে বিবিসি, ক্যালিফোর্নিয়াঅবজারভার, নিউইয়র্ক টাইমস, হিন্দুস্থান টাইমসসহ বিশ্বের শীর্ষস্থানীয়গণমাধ্যমগুলো।
নিউজরুম