তিন মাস বিরতীর পর হাসিন

0
213
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, বিনোদন ডেস্ক): ২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল খেতাব জেতেন রাজশাহীর মেয়ে হাসিন রওশনজাহাননাটকে অভিনয়ের মাধ্যমেই তার মিডিয়ায় পথ চলা শুরু হয়তাহের শিপনেরপরিচালনায় টেলিছবি আমাদের ছোট নদীতে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানএরপরএক এক করে বেশ কিছু টিভি নাটক এবং বিজ্ঞাপন চিত্রে দেখা যায় তাকে

অভিষেকেইহাসিন সুপার মডেল নোবেলের বিপরীতে অভিনয় করেনএরপর একে একে সখা হে’, ‘বাবুই পাখির বাসা’, ‘নরম রোদের ওম’, ‘নোম্যান্স ল্যান্ড’, ‘লাস্ট কটেজ’, ‘ব্যাচেলরস দ্য ফ্যামিলিসহ একাধিক একক নাটক ও ধারাবাহিকে অভিনয় করেপ্রশংসা কুড়ান তিনি

অল্পসময়ে বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কাজ করেন হাসিনকিন্তু বিজয়ী হাসিন হুটকরেই বিয়ের পিঁড়িতে বসে পড়েন চলতি বছর জুলাই মাসেপারিবারিকভাবে বরমারুফুল ইসলাম ঝলকের সাথে হাসিনের বিয়ে হয় ৬ জুলাইবিবাহোত্তর অনুষ্ঠান ওহানিমুনের কারণে মিডিয়া থেকে তিনমাস দূরে ছিলেন তিনিতবে আবারও পুরোদমেকাজে ফিরছেন এ মডেল অভিনেত্রী

হাসিন এ বিষয়ে বলেন, ‘পারিবারিকভাবে আমার বিয়ের আয়োজন করা হয়তবে আমি খুশিকারণ বিয়ের পরশ্বশুর বাড়ির সবাই মিডিয়াতে কাজের জন্য উসাহ দিয়ে আসছেনএটা সত্যি আমারজন্য অনেকটা  সৌভাগ্যেরআমি আবার কাজ শুরু করেছি

বর্তমানে বেশকিছু নাটকের কাজ শেষ করেছেন তিনিএরমধ্যে- আশফাকুর রহমান অভির হয়তো  তোমাকেই ভালোবাসি’, তোজোর রোদেলা দিনের ছায়াএবং জিয়াউদ্দিন আলমেরপরিচালনায় দলছুটনামক নাটকগুলোর কাজ শেষ করেছেন তিনি

ছোটবেলাথেকেই ইচ্ছে ছিল টিভিতে অভিনয় করারনোবেল-মৌ এর মডেলিং তাকে ভীষণ টানতমনে হত একবার যদি তাদের মত ভালো মডেল হতে পারতামতার এ স্বপ্ন আজ অনেকটাসত্যিএ পর্যন্ত বেশ কিছু ভালো মানের বিজ্ঞাপনে মডেল হয়েছেন হাসিন

প্রথমবিজ্ঞাপন ছিল অমিতাভ রেজার পরিচালনায় নিহার ন্যাচারাল হেয়ার ওয়েলতারপরগাজী শুভ্রর  ‘মেরিল রিভাইভ ট্যালকম পাউডারএবং সর্বশেষ করেছেন রুপচাঁদা গুড়া মশলার বিজ্ঞাপন

শুরুটা যেহেতু টপ মডেলের খেতাব জয়েরমধ্যে দিয়েতাই হাসিনের চাওয়া ক্যারিয়ারে বেশি গুরুত্ব পাবে বিজ্ঞাপনেরকাজতিনি জানালেন, ‘আমার মূল লক্ষ্য এখন বিজ্ঞাপনকারণ আমি যে ক্রাউনটাপরেছিলাম তা মডেলিংকে প্রমোট করেতাই প্রথম বিজ্ঞাপনের স্থান তারপর নাটক

আরচলচ্চিত্রে? হাসিন বললেন, ‘ইচ্ছে আছেতবে অবশ্যই নাসির উদ্দিন ইউসুফেরগেরিলাকিংবা মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিংগুলার নাম্বার’-এরমতো ভিন্ন ধারার চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে আছে

সপ্তাহে দুই দিনপরিবারের জন্য রেখে বাকি পাঁচ দিন হাসিন শুধু কাজের জন্য রাখতে চানআরবিয়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে অনার্স ও মাস্টার্স শেষকরেছেন

ভবিষ্যত পরিকল্পনা জানতে চাইলে হাসিনের জবাব, ‘আপাতত টানাকাজ করে যেতে চাই নাটকেতবে প্রথম চয়েজ বিজ্ঞাপন, এরপর অবশ্যই খন্ড নাটকসিরিয়ালে কাজ করার ইচ্ছে খুবই কমতবে কাজের পাশাপাশি অবশ্যই আমার পরিবারকেসময় দিতে চাই

 

 

 

নিউজরুম  

 

শেয়ার করুন