ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএনসিসি ও ডিএসসিসি) নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে।
ঢাকা দক্ষিণের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উত্তরের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত অতিরিক্ত সচিব নজরুল ইসলাম। আর উত্তরের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহমুদ রেজা খান।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাদের এ নিয়োগ দেওয়া হয়। অপর এক আদেশে আগের দুই প্রশাসককে বিভিন্ন দফতরে বদলি করা হয়েছে।
অপরদিকে ডিএসসিসির প্রশাসক জিল্লার রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এবং ডিএনসিসির প্রশাসক শাহজাহান আলী মোল্লাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
নিউজরুম