‘আগুন লাগছে, ভালো হইছে’ ৩ হাজার ৮শ’ টাকা পাওয়ার চাইতে কয়েকদিন চাকরি না করা ভালো

0
169
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (২৬ নভেম্বর) : ‘‘মাসে ২৫ থেকে ২৬ দিন চাকরি করে ৩হাজার ৮শটাকা পাওয়ার চাইতে কয়েকদিন চাকরি না করা ভালোখুঁজলে আরেকটাপাওয়া যাইবোআমাগো গার্মেন্টসে কারো মনে অত কষ্ট নাইআগুন লাগছে ভালোহইছে’’

কথাগুলো বলছিলেন দক্ষিণখানে আগুনে ক্ষতিগ্রস্থ গার্মেন্টস স্যার ডেনিমর নারী শ্রমিক সুপ্তি (ছদ্মনাম)

সুপ্তি জানান, স্যার ডেনিমের মালিকের নাম খলিলুর রহমান

তিনিআরও জানান, এ গার্মেন্টসে জিন্সের প্যান্ট তৈরি হতোশ্রমিক ছিলেন প্রায়৬শজনকিন্তু মালিকপক্ষ নিয়মিত বেতন দিতেন নাতাদের ব্যবহারও ভালো ছিলোনাওভারটাইম করলেও অর্ধেক টাকা দিতেন

একই ভবনের ম্যাককয়াসুয়েটারে কাজ করছেন কুমিল্লার মেয়ে রাশিদা(২২)তার বেতন মাসে ৪ হাজারটাকাতার চোখে-মুখে অবশ্য অনিশ্চয়তাএখানে আর চাকরি করতে পারবেন, নাকিনতুন কোনো কাজের সন্ধান করবেন তা নিয়েও দ্বিধান্বিত তিনি
সোহানগার্মেন্টসের শ্রমিক রতন (ছদ্মনাম) জানান, পুড়ে যাওয়া ভবনে ছিলো সোহানগার্মেন্টসের গোডাউনসোহান গার্মেন্টসের যে শ্রমিকরা ডাইয়িংয়ের কাজ করতেনতারা মাসে পেতেন ৮ হাজার দুশটাকা
রতন জানান, কারো পক্ষে মাস শেষেপুরো বেতন তোলা সম্ভব হয় নাকারণ, একদিন না এলে বেতন কাটা হয় দুদিনেরআর দেরিতে ঢুকলে অনেক সময় পুরো দিনের বেতনই কাটা হয়

এখানে অসুস্থতার জন্য কোনো ছুটি দেওয়া হয় না বলেও রতন জানানআবার সরকারি ছুটির দিনগুলোতেও কাজ করানো হয়
সোহানগার্মেন্টসের মালিক চীনা নাগরিক হংতবে হং ভালো মানুষ‍ তিনি কয়েকবারএখানে এসেছিলেনসবার সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন বলে রতন জানান
তবে ম্যানেজার মুখলেসসহ অন্যান স্যারেরা উঠতে বসতে গালি দেন বলে অভিযোগ করেন তিনি
দক্ষিণখানেবেশ কয়েকজন গার্মেন্টস শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, মোল্লারটেকের ওইগলির পাঁচটি বিল্ডিংয়ে যে কয়েকটি গার্মেন্টস রয়েছে একটিতেও শ্রমিকদেরন্যায্য পাওনা দেওয়া হয় নাসবারই অভিযোগ, গার্মেন্টস ম্যানেজমেন্টেরবিরুদ্ধে
উল্লেখ্য, দক্ষিণখানে গার্মেন্টস রয়েছে প্রায় ৩০টিএরমধ্যে সোমবার সকাল সাড়ে ১০টায় আফরান প্লাজা নামে যে ভবনটিতে আগুন লাগে, সেখানে চারটি গার্মেন্টস কারখানা রয়েছেভবনটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থতলায় সোহান গার্মেন্টসের গোডাউন, ৫ম তলায় স্যার ডেনিম ফ্যাশনস লিমিটেড, ছয়তলায় জেজে ফ্যাশন এবং সাত থেকে দশ তলা পর্যন্ত ম্যাককয়া ফ্যাশনসলিমিটেডের কারখানা রয়েছে

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন