রুপসীবাংলা, ঢাকা (২৬ নভেম্বর) :নোবেল পুরস্কারজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকেরব্যাপস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা দুইমাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে ওই বিজ্ঞপ্তি কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
গ্রামীণব্যাংক, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এবং গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগেগঠিত সিলেকশন কমিটির চেয়ারম্যান শামসুল বারীকে তিন সপ্তাহের মধ্যে রুলেরজবাব দিতে বলা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের পরিচালক তাহসিনা খাতুনের দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে আদালত উক্ত আদেশ দেন।
আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
বর্তমানসরকার ক্ষমতায় আসার পর গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকেঅপসারণ করা হয়। গত ১১ অক্টোবর এমডি নিয়োগের জন্য শামসুল বারীকে প্রধান করেএকটি সিলেকশন কমিটি গঠন করে দেয় সরকার। এই কমিটি ১৩ নভেম্বর একটি ইংরেজিদৈনিকে এমডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার আদালতে রিট আবেদনটি দায়ের করা হয়।
ব্যারিস্টারসারা হোসেন বলেন, সংশোধিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ১৪ ধারায় অনুযায়ীসিলেকশন কমিটি এমডি নিয়োগের পরিচালনা পর্ষদের কাছে তিন জনের নাম প্রস্তাবকরবেন। পরিচালনা পর্ষদ এদের মধ্যে একজনকে এমডি নিয়োগ দেবে। কিন্তু প্রচারিতবিজ্ঞপ্তিতে বলা হয়, পরামর্শকের মাধ্যমে সিলেকশন কমিটি নিয়োগ প্রক্রিয়াসম্পন্ন করবে। এক্ষেত্রে পরামর্শকের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
নিউজরুম