রুপসীবাংলা, ঢাকা (২৬ নভেম্বর) :আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টেস এঅগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি স্বাধীন কমিটি গঠনের জন্য মানবাধিকারকমিশনের চেয়ারম্যান এবং বেলার প্রধান নির্বাহীর কাছে নাম চেয়েছেন হাইকোর্ট।
আগামী ১০ দিনের মধ্যে তাদের নাম দিতে বলা হয়েছে। প্রস্তাবিত কমিটি তাজরীন গার্মেন্টেস এ অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করবেন।
সোমবারবিকেলে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো.ইজারুল হকআকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে জনস্বার্থে করা এ সংক্রান্ত এক রিটআবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
আদালতের আদেশেঅগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং কীপদক্ষেপ নেওয়া হয়েছে তা এক মাসের মধ্যে আদালতকে অবহিত করতে মালিকপক্ষকেনির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশের সব পোশাক কারখানায় শ্রমিকদেরনিরাপত্তা ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখে একটি প্রতিবেদন আদালতেদাখিল সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত গামের্ন্টের বিষয়ে ১৯৯৭ সালে দেওয়া রায় বাস্তবায়ন করা হয়েছে কিনা তাও জানাতে বলা হয়েছে।
এছাড়াসংবিধান ও আইনের বিধান মতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধেকেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত।
চারসপ্তাহের মধ্যে শিল্প সচিব, শ্রম সচিব, বিজিএমইএ এর সভাপতি, ফায়ারসার্ভিসের ডিজি, শ্রম মন্ত্রণালয়ের প্রধান কারখানা পরিদর্শক, তোবা গ্রুপেরএমডি ও তাজরীন ফ্যাশন লিমিটেডের এমডিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতেআবেদনের পক্ষে শুনানি করেন, ড.কামাল হোসেন ও ব্যারিস্টার সারা হোসেন।রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
আদেশের পরে ড. কামাল হোসেন বলেন, ক্ষতিগ্রস্থদের কি পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তা এক মাসের মধ্যে মালিকপক্ষ আদালতকে অবহিত করবেন।
তিনিবলেন, তাজরীন গার্মেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনে জাতীয়মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)প্রধান নির্বাহী কয়েকজন বিশেষ ব্যক্তির নাম প্রস্তাব করবেন। ১০ দিনের মধ্যেতারা এ নাম প্রস্তাব করবেন। এরপর নাম আসলে আদালত তাদের নিয়ে কমিটি গঠন করেদেবে এবং এ কমিটি যতদ্রুত সম্ভব প্রতিবেদন দিবেন।
ড. কামাল বলেন, “কমিটিতে সদস্য হিসেবে রাখার জন্য আমরা একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, পেশাজীবী, সুশীল সমাজের সদস্য, শ্রমিক সংগঠনসমূহের প্রতিনিধির কথা বলেছি।”
চারটি বেসরকারি সংগঠন সোমবার বিকেলে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করে।
আবেদনকারীবেসরকারি চারটি সংগঠন হচ্ছে, আইন ও শালিস কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যালএইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নিজেরা করি ও ব্র্যাক।
নিউজরুম