রুপসীবাংলা, ঢাকা (২৬ নভেম্বর) :কারখানায় একাধিক এক্সিট (নির্গমন পথ) না থাকলেসংশ্লিষ্ট তৈরি পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণকরেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন রাজু।
সোমবারসচিবালয়ে সাংবাদিকের এ কথা বলেন তিনি। সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরেরতাজরিন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার দু’দিন পর শ্রম ওকর্মসংস্থান মন্ত্রী এ কথা বললেন। পর্যায়ক্রমে সব গার্মেন্টস কারখানাপরিদর্শন করে এ ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানান তিনি।
শনিবারসন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরের মনোসন্তোষপুর এলাকার তাজরিন গার্মেন্টসেভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ১২৪ শ্রমিক।
এ ঘটনায়স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।এছাড়া স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনও পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।
শেষ খবর অনুযায়ী এ ঘটনায় স্থানীয় পুলিশ পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করেছে বলে জানা গেছে।
নিউজরুম