আশুলিয়া ও চট্টগ্রাম ট্রাজেডির জন্য সরকারকে জবাবদিহি করতে হবে

0
196
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (২৬ নভেম্বর) :রোববারে ঘটে যাওয়া আশুলিয়ার গার্মেন্টসে অগ্নিকাণ্ডও চট্টগ্রামের বদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ভেঙে শ্রমিক নিহত হওয়ারঘটনায় সরকারকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটিরসদস্য ড. আবদুল মঈন খান

সোমবার বেলা ১১টা থেকে বেলা পৌনে ১২টাপর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)আয়োজিত উল্লিখিত দুটি দুর্ঘটনায় নিহতদের স্মরণে নাগরিক শোক সভা ও শোকর‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

জাগপার সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে এ শোকসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়

এসময়মঈন বলেন, ‘‘গার্মেন্টস শিল্পে যে নিরাপত্তা ব্যবস্থা থাকা প্রয়োজন তাসরকার নিশ্চিত করতে পেরেছে কিনা জনগণের কাছে সরকারকে সে জবাব দিতে হবেআগুন নেভানোর ৩ ঘণ্টার মাথায় আবার কিভাবে আগুন জ্বলে উঠলো সে জবাব দিতে হবেদমকল বাহিনীকে’’

কারখানায় যে পরিমাণ সিনথেটিক সুতা জমা ছিল, সেপরিমাণ সুতা রাখার অনুমতি আদৌ ছিল কিনা সে জবাব কারখানার মালিকপক্ষকে দিতেহবে বলেও মন্তব্য করেন তিনি

এদিকে, চট্টগ্রামের বদ্দাহাটেফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দুর্নীতির কারণেই যেগার্ডার ভেঙে পড়েছে সেটি বুঝতে তদন্ত কমিটি গঠনের প্রয়োজন পড়েনা’’

গার্ডারের নিচে আরও কেউ চাপা পড়ে আছে কিনা তা নিশ্চিত না হয়ে উদ্ধার কাজ শেষ না করার আহ্বান জানান তিনি
সরকারকে এজন্য অবশ্যই জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি

উল্লেখ্য, শনিবার রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মনোসন্তোষপুর এলাকার তাজরিন গার্মেন্টসে আগুন লেগে ১১৩ জনের মৃত্যু হয়েছে

অপরদিকে, শনিবার রাতে বদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের ১২ ও ১৩ নম্বর পিলারেরমধ্যবর্তী স্থানে তিনটি গার্ডার ধসে পড়েএ সময় গার্ডারের নিচে বেশকিছু লোকচাপা পড়েসোমবার দুপুর পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারপরতা চলছে

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন