রুপসীবাংলা, ঢাকা (২৬ নভেম্বর) :আশুলিয়ার তাজরীন গার্মেন্টসে আগুন ও চট্টগ্রামেফ্লাইওভারের গার্ডার ভেঙে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ২৭ নভেম্বর জাতীয় শোকঘোষণা করা হয়েছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া।
প্রধানমন্ত্রীশেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে ওইদিন সারা দেশে জাতীয়পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে সেদিন সারা দেশেরপোশাক কারখানাগুলো বন্ধ থাকবে।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় আশুলিয়ারনিশ্চিন্তপুর এলাকার তোবা গ্রুপের তাজরীন ফ্যাশন লিমিটেডের কারখানায়অগ্নিকাণ্ডে এ পর্যন্ত নিহত ১১৩ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আহতহয়েছেন অসংখ্য। অন্যদিকে একই সময়ে চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীনফ্লাইওভারের গার্ডার ভেঙে এ পর্যন্ত নিহত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিউজরুম