নিজস্ব প্রতিবেদক, নওগাঁ (২৬ নভেম্বর) : নওগাঁয় বেসরকারী সংস্থা পল্লীশ্রীর উদ্যোগে সোমবার সকালে আর্মতজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে পিকআপ ভ্যান র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে এ র্যালীটির উদ্ধোধন করেন, জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
এসময় জেলা জোটের নেতৃবৃন্দ ও পল্লীশ্রীর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। র্যালীটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এবং নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা মুলক বিভিন্ন গান পরিবেশন করেন। ফতেপুর বাজার, মাতাসাগর বাজার ও বক্তারপুরে পৃথক পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জোটের সভাপতি সাংবাদিক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা জোটের উপদেষ্টা সাংবাদিক রায়হান আলম, জেলা জোটের সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন আকতার, জোটের সাংগঠনিক সম্পাদক অনুরুদ্ধ সুমন, সদস্য ও মহিলা পরিষদের সভানেত্রী ফেরদৌসী রহমান, রাবেয়া খাতুন বেলী, আকতার বানু টুকু, পল্লীশ্রীর প্রোগ্রাম প্যাসিলিটিটর, শফিকুল ইসলাম, মাঠ প্রশিক্ষক ময়নুল হক বাপ্পী, সিমি হক প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদনা, আলীরাজ/ রাফি, নিউজরুম