মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
ছাত্রলীগ কর্তৃক বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয় ঘেরাও হুমকীর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে নওগাঁ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিএনপির কেডির মোড় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তাজের মোড় শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিউল আজম ওরফে ভিপি রানা। সেখানে পরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নু। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিউল আজম ওরফে ভিপি রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, শহর বিএনপির সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সহ-সভাপতি মোফাখখার হোসেন তারা, সাধারন সম্পাদক নূরুন্নবী সাজা, সাংগঠনিক সম্পাদক আঃ মতিন, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক আঃ সালাম পিন্টু, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক দেওয়ান ফারুক হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিউল আজম টুটুল ও রুপম, জেলা ছাত্রদল নেতা, মুক্তার হোসেন, উজ্জল, পাটন প্রমুখ বক্তব্য রাখেন। বিক্ষোভ সমাবেশে তিন সহস্রাধিক নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
সম্পাদনা, আলীরাজ/ রাফি, নিউজরুম