সিংড়ায় জমি সংক্রান্ত বিরোধে আহত-১০

0
221
Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিবেদক, সিংড়া, (২৬ নভেম্বর) : নাটোরের সিংড়া উপজেলার বামিহাল সোমবার সকালে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলার ১০জন আহত হয়। আহতদের মধ্যে ৭জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাৎক্ষণিক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ ৪০বছর ধরে উপজেলার বামিহাল গ্রামের তইর উদ্দিন ও আহম্মদ আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে আহম্মদ আলী ও তার ছোট ভাই সামেদ তাদের ভোগ দখলীয় ২বিঘা জমির ধান কাটতে গেলে প্রতিপক্ষ তইর উদ্দিন ও খইয়ের নেতৃত্বে ৩০ থেকে ৩৫জন ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করলে ৭জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাৎক্ষণিক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত হলেন, কাশেম প্রাং (৬৫), আব্দুর রহমান (৬০), জুয়েল (৩০), আহম্মদ আলী (৬০), নজরম্নল (৩০), জেহের প্রাং (৪০), সামাদ (৬০),শাহাজামাল (৪০), মহাতাব (৩৫), আফতাব (২৭)।

 

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুর রহমান জানান, জমি নিয়ে উভয় পক্ষের বিরোধ ছিল। ধান কাটতে গেলে এঘটনা ঘটে।  

 

 

 

সম্পাদনা আলীরাজ/ রাফি, নিউজরুম

 

 

 

শেয়ার করুন