রুপসীবাংলা, ঢাকা (২৬ নভেম্বর) : তাজরীন ফ্যাশন লিমিটেডে ২০ হাজারটাকার বিনিময়ে আগুন লাগানো হয়েছে। কারখানারই নারী পোশাকশ্রমিক সুমী আকতার এই আগুন লাগান। পুলিশের হাতে ধরা পড়ার পর সুমী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াসিম শেখের কাছেবিষয়টি স্বীকারও করেছেন।
সোমবার বিকেলে ম্যাজিস্ট্রেটকে তিনি জানান, এ জন্য তিনি ২০ হাজার টাকা নিয়েছেন, যা তাকে দিয়েছেন ওই কারখানারই একজন কর্মকর্তা।
অগ্নিকাণ্ডের ঘটনায় আশুলিয়া থানায়দায়ের করা মামলায় আদালতে দুই আসামিকে হাজির করা হয়।মামলার অপর আসামি জাকির হোসেনকে চারদিনের রিমান্ড মঞ্জুরকরেছেন আদালত।
নিউজরুম