রুপসীবাংলা, দিনাজপুর (২৫ নভেম্বর) :দিনাজপুরের ফুলবাড়ীতে দিনাজপুরের জেলা প্রশাসকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে।
রোববার বেলা আড়াইটার দিকে মাইকে এ ঘোষণা দেন সম্মিলিত পেশাজীবী সংগঠনের আহ্বায়ক ফুলবাড়ী পৌরসভার মেয়র মুর্তুজা সরকার মানিক।
দিনাজপুরেরজেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের সব দাবির বিষয়ে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেসমস্যার সমাধান করবো।”
জেলা প্রশাসকের এ ঘোষণার পর ফুলবাড়ীর আন্দোলনকারীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের আন্দোলন স্থগিত করেন।
এরআগে সকাল সাড়ে ১১টা থেকে সোয়া ২ ঘণ্টা ধরে ফুলবাড়ী সড়ক ও জনপদ বিভাগেরডাকবাংলায় আন্দোলন প্রত্যাহারের ব্যাপারে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকেজেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এনামুল হক, পুলিশ সুপার মইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবীসংগঠনের আহ্বায়ক ও ফুলবাড়ীবাসীর পক্ষে পৌর মেয়র মুর্তূজা সরকার মানিক, ফুলবাড়ী তেল-গ্যস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সাইফুলইসলাম জুয়েল, সদস্য সচিব জয় প্রকাশ নারায়ন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুলহক, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, জেলা ওয়ার্কার্স পার্টির নেতামোসাদ্দেক হোসেন লাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদেশিকোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী খনির জরিপ কাজে সহায়তা করতে দিনাজপুরেরজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনকে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দেওয়া চিঠিপ্রত্যাহারের দাবিতে তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয়কমিটি এবং ফুলবাড়ী পেশাজীবী সংগঠনের পক্ষে অরাজনৈতিক মঞ্চ আলাদা আলাদাভাবেশনিবার প্রথম হরতালের ডাক দেয়। পরে রোববারও হরতাল ডাকা হয়।
রোববারহরতালের দ্বিতীয় দিনে ফুলবাড়ীর সব দোকানপাট, স্কুল কলেজ, ব্যবসায়ীপ্রতিষ্ঠান এমনকি খাবারের হোটেল ও ওষুধের দোকান বন্ধ থাকে। সকাল থেকে চলতেথাকে হরতাল। এরই এক পর্যায়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে আশ্বাসেরপরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করা হয়।
নিউজরুম