সরকারের অবহেলায় চট্টগ্রামে ফ্লাইওভার ভেঙে হতাহতের ঘটনা ঘটেছে : মির্জা ফখরুল

0
203
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (২৫ নভেম্বর) :সরকারের অবহেলার কারণেই চট্টগ্রামের বহদ্দারহাটেনির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে হতাহতের ঘটনা ঘটেছে বলে অভিযোগকরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোববার দুপুরে নয়াপণ্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন

ফখরুলবলেন, “সরকারের এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সম্প্রতি চট্টগ্রামগিয়ে বলেছিলেন, ফ্লাইওভারের জন্য যে গার্ডার বানানো হয়েছে এর মান খুবইখারাপযে কোনো সময় এ গার্ডারের কারণে দুর্ঘটনা ঘটতে পারেকিন্তু তার কথায়কেউ কর্ণপাত করেনিতার এ কথায় কর্ণপাত না করাই দুর্ঘটনার মূল কারণ হয়েদাঁড়িয়েছে
তিনি বলেন, “১শকোটি টাকায় টেন্ডারের মাধ্যমে আওয়ামী লীগের এক নেতাকে এ কাজ দেওয়া হয়েছিলসরকার এর দায় কোনোভাবেই এড়াতে পারবে না

 

ফখরুল বলেন, “এ সরকারের শাসনামলে জীবন ও মাল কোনটারই নিরাপত্তা নেই

প্রধানমন্ত্রীরবক্তব্যের সমালোচনা করে মির্জা ফখর‍ুল বলেন, “পোস্টার লাগানো যাবে না, গ্রেফতার করা হবে, হত্যা-গুম চলবে, সমাবেশ করতে দেওয়া হবে না, এটাই কিপ্রধানমন্ত্রীর উদার গণতন্ত্র?”
 
আগামী ২৮ নভেম্বরের জনসভায় সরকার কোনো প্রকার বাধা না দিয়ে সহযোগিতা করবে বলেও আশাপ্রকাশ করেন ফখরুল

তিনি বলেন, “আগামী ২৮ নভেম্বর দলমত নির্বিশেষে জনসভা করবোএটা ধ্বংসাত্বক কর্মসূচি নয়, এটা হচ্ছে গণতন্ত্র আদায়ের কর্মসূচিতিনিবলেন, “সরকারের সর্বগ্রাসী দুর্নীতি, দুঃশাসন, আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য, চরম জনদূর্ভোগ, আইনশৃঙ্খলার অবণতি, বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপরনির্যাতনের বিরুদ্ধে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষেনির্দলীয় তত্ত্বাবধায়ক  সরকার পুনর্বহালের দাবিতে এ সমাবেশ

 

১৮দলীয় জোটের জনসভার সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকাবলেন, “জনসভার স্থানগুলোর সংখ্যা সীমিত করা হয়েছেএটা গণতন্ত্রেরঅন্তরায়

 

তিনি বলেন, “এই সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করে তাদের পরাজিত করতে হবে
এজন্য কঠোর ঐক্য গঠনের ওপর জোর দেন ফখরুলএছাড়া প্রশাসনকে জনসভায় সহযোগিতা করারও আহ্বান জানিয়েছেন তিনি

 

সংবাদ সম্মেলনে আরো ছিলেন- মহানগর বিএনপরি সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আব্দুস সালাম প্রমুখ

 

 

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন