দেশব্যাপী অনুষ্ঠিত মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

0
181
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (২৫ নভেম্বর) :গত ২৩ নভেম্বর শুক্রবার দেশব্যাপী অনুষ্ঠিত মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে

রোববারদুপুরে পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়ারপ্রক্রিয়া শুরু হয়পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটেও (www.dghs.gov.bd) ফল পাওয়া যাবে

চলতি বছর সারা দেশের ২২টি সরকারিমেডিকেল কলেজের ২ হাজার ৮১১টি ও ৫৩টি বেসরকারি মেডিকেল কলেজের ৪ হাজার২৪৫টি আসনের বিপরীতে ৫৮ হাজার ৭২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনশুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্তটি দেশের ২৩টি কেন্দ্রে ঘণ্টাব্যাপীএই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়

এছাড়া দেশের ৯টি সরকারি ডেন্টালকলেজ ও মেডিকেল কলেজগুলোর ডেন্টাল ইউনিট মিলিয়ে ৫৬৭টি আসন এবং ১৪টিবেসরকারি ডেন্টাল কলেজের ৮৭০টি আসনে ভর্তি করা হবে শিক্ষার্থীদের

উল্লেখ্য, চলতি বছর পরীক্ষা ছাড়াই মেডিকেলে শিক্ষার্থী ভর্তি করার উদ্যোগ নিয়েছিলসরকারকিন্তু ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনে ও আদালতেরসিদ্ধান্তে শেষ পর্যন্ত পরীক্ষা পদ্ধতিকে বহাল রাখা হয়

তবে আগামীবছর থেকে মেডিকেলে ভর্তি পরীক্ষা উঠিয়ে এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতেভর্তি প্রক্রিয়া চালু করারর ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুলহক

এছাড়া চলতি বছরের পরীক্ষায় নকল এড়ানোর জন্য ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন সহ সব রকম ইলেকট্রনিক সামগ্রী নিষিদ্ধ করেছিল স্বাস্থ্যঅধিদপ্তরসরকারের উদ্যোগে প্রতিটি হলে দেয়াল ঘড়ি লাগানো হয়েছিল

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন