বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের কর্মসূচি যতোটা গর্জাচ্ছে, ততোটা বর্ষাবে না

0
223
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (২৫ নভেম্বর) :সরকার বিরোধী কঠোর কর্মসূচি নিয়ে যতোটা গর্জাচ্ছে, ২৮ নভেম্বর ততোটা বর্ষাবে না বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট

ওইদিনেরজনসভায় জোটপ্রধান খালেদা জিয়া কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে গত শুক্রবারওপ্রকাশ্য আওয়াজ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামআলমগীরকিন্তু শনিবার জোট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনই কঠোরকর্মসূচি নিয়ে মাঠে নামছে না তারা

দলীয় সূত্রমতে, দেশব্যাপীস্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা ও আরো কিছু প্রাসঙ্গিক কারণে কঠোর কর্মসূচিঘোষণার সম্ভাবনা কমএর চেয়ে বরং বিভিন্ন ইস্যুতে ১৮ দলীয় জোটের উদ্যোগেপালন করা নিয়মিত কর্মসূচিগুলো দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি

এক্ষেত্রে জাতীয় পর্যায়ের কর্মসূচিগুলোকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেওয়াই আগামী কয়েক সপ্তাহের টার্গেট হতে পারে

আরএ পরিকল্পনার অংশ হিসেবেই ২৮ নভেম্বরের জনসভায় বিক্ষোভ, অনশন, অবস্থানধর্মঘটের মতো গতানুগতিক কর্মসূচিরই পুনরাবৃত্তি ঘটাতে পারেন খালেদা জিয়া

এমনকিআসতে পারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট, অনশন ও মানবপ্রাচীর কর্মসূচি পালনের ঘোষণাওএতে দলের তৃণমূল পর্যায়ের নেতারা নিজেদেরগুরুত্ব অনুধাবন করতে পারবে এবং আরো সক্রিয় হয়ে উঠবে বলে মনে করছে সরকারবিরোধী জোটের হাই কমান্ড

আর এসবের মাধ্যমে মূলত চলমান ইস্যুগুলোরসঙ্গে জনগণকে সম্পৃক্ত করে সরকারবিরোধী জনমত প্রবল করার পাশাপাশি দল ওজোটের পক্ষে জনসমর্থন বাড়াতেই আগ্রহী বিএনপি প্রধান

তবে ওই দিনেরজনসভায় ব্যাপক সমাবেশ ঘটিয়ে সরকারকে ভড়কে দেওয়ার একটা পরিকল্পনাও আছে ১৮দলেরএক্ষেত্রে রাজধানী ঢাকা ও এর আশপাশের নির্বাচনী এলাকায় দলীয় মনোনয়নপ্রত্যাশীদের শোডাউন পুঁজি করেই বড় সমাবেশ করার ইচ্ছা বিএনপির হাইকমান্ডের।  

বরিশালে গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত সমাবেশকে সফল ধরে দারুণআত্মবিশ্বাসী হয়ে ওঠা সরকার বিরোধী জোট নেতারা মনে করছেন, ২৮ নভেম্বরেরসমাবেশ সফল তো হবেই, উপরন্তু এ সমাবেশকে কেন্দ্র করে জনগণ ও জোটের মাঠপর্যায়ের নেতাদের পারস্পরিক সম্পৃক্ততা আরো বাড়বে
 
যদিও অপর একসূত্রের দাবি, পরিস্থিতি বিবেচনায় আসছে ডিসেম্বরের মাঝামাঝিতে এক বাদুদিনের হরতালও দিতে পারে ১৮ দলতবে ২৮ নভেম্বরের জনসভায় নয়, সে ঘোষণাদেওয়া হবে পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে

নতুন কর্মসূচি প্রসঙ্গেবিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, “দেশ ও মানুষের স্বার্থ বিবেচনা করেই ২৮ নভেম্বর পরবর্তী কর্মসূচিদেওয়া হবেজনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন হয় এমন কর্মসূচিই দেবেন খালেদাজিয়া
 
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি প্রতিষ্ঠা করতে যা যা করণীয় গণতান্ত্রিক উপায়ে সেসব করা হবে বলেও জানান মাহবুব।  

 

.নিউজরুম
 

শেয়ার করুন