পাবনায় ফুলজান খাতুন নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

0
285
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, পাবনা (২৫ নভেম্বর) :পাবনা সদর উপজেলার ভজেন্দ্রপুর গ্রামে ফুলজান খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

রোববার ভোর ৫টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেনিহত ফুলজান ভজেন্দ্রপুর গ্রামের কাশেম আলী শেখের স্ত্রী

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের ভাসুর, দেবরসহ আপন ৫ ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ

আটকরা হলেন- কাশেম আলী শেখ, মকবুল, হাসানুজ্জামান, ছামিউল, ছাইদুল ও একরামুল

পরিবারেরবরাত দিয়ে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) নুরে আলম জানান, কাশেম আলী শেখ রোববার ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাননামাজ শেষে ঘরেফিরে কাশেম আলী তার স্ত্রী ফুলজান খাতুনের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন

খবর পেয়ে পুলিশ সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়

এ সময় ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা হাসুয়াও জব্দ করে পুলিশতবে, কি কারণে কারা তাকে হত্যা করেছে তা জানতে পারেনি পুলিশ

বিকেল৪টায় এ প্রতিবেদন লেখা পযর্ন্ত এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করারবিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পরিদশর্ক (তদন্ত) নুরে আলম

 

 

নিউজরুম

শেয়ার করুন