রুপসীবাংলা, ঢাকা (২৫ নভেম্বর) :আশুলিয়ার তাজরীন গার্মেন্টেসে ভয়াবহ অগ্নিকাণ্ডএবং চট্রগ্রাম নগরের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে পড়ার পরপরিস্থিতি নিয়ন্ত্রণ ও হতাহতদের উদ্ধার কাজে সার্বক্ষণিক তদারকি করেছেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকার অদূরে আশুলিয়ায় গার্মেন্টে ভয়াবহঅগ্নিকাণ্ড এবং চট্রগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ারঘটনা শোনার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুততার সঙ্গে উদ্ধারতৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেন।
শনিবার সারারাতই তিনি দুইটি দুর্ঘটনার উদ্ধার তৎপরতার খোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নিদের্শনা দিয়েছেন।
এদিকেএই দুইটি ঘটনায় নিহতদের স্মরণে জাতীয় শোক ঘোষণা করা হবে। সোমবারমন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে প্রধানমন্ত্রীর বিশেষসহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বাংলানিউজকে জানান।
এ দুইটি দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তাও দেয়া হবে।
শনিবাররাতে এ দুইটি ঘটনা শোনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর প্রধান, আইজিপি (পুলিশ মহাপরিদর্শক), র্যাব প্রধান, ফায়ার সার্ভিসের প্রধান, বিজিবি (বর্ডার গার্ড) প্রধানসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে দফায় দফায় কথা বলেনএবং দ্রুত সময়ের মধ্যে হতাহতদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
আশুলিয়ারঅগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের যাতে দ্রুত উদ্ধার করা যায় সে জন্যপ্রধানমন্ত্রী সেনাবাহিনীর নবম পদাদিক ডিভিশনের সঙ্গেও কথা বলেন এবংপ্রয়োজনীয় নির্দেশনা দেন।
চট্টগ্রামে নির্মাণাধীন ফ্লাইওভারের ভেঙেপড়া তিনটি গার্ডার অপসারণ ও উদ্ধার তৎপরতা দ্রুত সম্পন্ন করার জন্যপ্রয়োজনীয় মেশিনারিজ চট্টগ্রামে ছিল না। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে দ্রুতঢাকা থেকে গার্ডার কাটার সরঞ্জাম পাঠানোর ব্যবস্থা করেন।
প্রধানমন্ত্রী উভয় দুর্ঘটনায় আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
এব্যাপারে মাহবুবুল হক শাকিল আরো জানান, প্রধানমন্ত্রীর দুঘটনায় নিহতদেরপ্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনিনির্ঘুম রাত কাটিয়ে সার্বিক বিষয়ে সার্বক্ষণিক তদারকি করেছেন।
আশুলিয়ারতাজরীন গার্মেন্টেসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন এবং চট্রগ্রামেরবহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ভেঙে এ পর্যন্ত ১৪ জন নিহতদের খবর পাওয়াগেছে।
নিউজরুম