কোকোর বিরুদ্ধে দুদকের আনা অভিযোগ মিথ্যা: ব্যারিষ্টার মওদুদ

0
193
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা (২৫ নভেম্বর) :কোকোর বিরুদ্ধে দুদকের অভিযোগকে মিথ্যা ওদুরভিসন্ধিমুলকঅভিহিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রীব্যারিস্টার মওদুদ আহমেদ দাবি করেছেন দুদক এখন সরকারের এজেন্টহিসেবে কাজকরছে

শনিবার এক আলোচনা সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, “সরকারের সাড়ে চার বছরের লুণ্ঠনের হাত থেকে জনগণ যখন মুক্তি পেতে চায় তখন এধরনের মিথ্যা অভিযোগ প্রমাণ করে দুদক  সরকারের এজেন্ট

তিনি আরও বলেন, “জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে কোকোর বিরুদ্ধে দুরভিসন্ধিমুলক মামলা দিয়েছে দুদক

শনিবারদুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবিধানিক অধিকার ফোরাম আয়োজিত বাংলাদেশেবর্তমানে আইনের শাসন হুমকির মুখেশীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন মওদুদআহমেদ

তিনি বলেন, “আওয়ামী লীগ ও আইনের শাসন পরস্পর বিরোধীএরাএকত্রে চলতে পারে নাগত সাড়ে চার বছরে ক্ষমতাসীনরা দেশে আইনের শাসনভ‍ূলুন্ঠিত করেছেবিচার বিভাগকে হুমকির সম্মুখীন করেছে

তিনিবলেন, “বাংলাদেশের ৪০ বছরের ইতিহাসে ২৫ জন ফাঁসির আসামি ক্ষমা পেলেও, গতসাড়ে চার বছরেই ক্ষমা পেয়েছে ২১ জনএটাই হলো সরকারের আইনের শাসনের নমুনা

তিনিঅভিযোগ করেন, “ সন্ত্রাস, লুন্ঠন আর খুন রাহাজানিতে সরকার মদত দিচ্ছে, সেকারণেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে

তিনিবলেন, “নির্বাচনের আগে মঈন-ফখরুদ্দিনের দুঃশাসনের শ্বেতপত্র প্রকাশের কথাবললেও সরকার তা করছে নাএর কারণ তাদের মদতেই বর্তমান সরকার ক্ষমতায়এসেছে

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে মওদুদ বলেন, “ মঈন-ফখরুদ্দিনের দুঃশাসনে আপনি বেশি ভুক্তভোগীতাই আপনি এ শ্বেতপত্রপ্রকাশের উদ্যোগ নিনআমরা সহযোগিতা করবো

দলীয় সরকারের অধীনে এদেশে কোনো নির্বাচন  হবে না উল্লেখ করে তিনি বলেন, “ আমার জানা মতে ভারতসহপৃথিবীর কোন দেশে সংসদ বহাল রেখে নির্বাচন হয় নাকিন্তু সরকার যদি তা করতেচায় তাহলে গণতন্ত্র ব্যাহত হবে

সংগঠনের প্রধান উপদেষ্টা মার্গুবমোর্শেদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিএনপির স্বণির্ভর বিষয়কসম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালামপ্রমুখ

 

নিউজরুম

শেয়ার করুন