রুপসীবাংলা, ঢাকা (২৫ নভেম্বর) :আশুলিয়ার নিশ্চিন্তপুর তাজরীন গার্মেন্টসেঅগ্নিকান্ডে জীবন্ত দগ্ধ হয়ে ১১৫ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ওঅগ্নিদগ্ধ হয়ে শতাধিক শ্রমিকের আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেনবিরোধীয় দলীয় নেতা খালেদা জিয়া।
এক শোকবার্তায় খালেদা জিয়া বলেন, ‘শনিবার সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তাজরীন গার্মেন্টসে আগুনেপুড়ে ১১৫ শ্রমিকের মৃত্যু এবং অগ্নিদগ্ধ হয়ে শতাধিক শ্রমিক আহত হওয়ারহৃদয়বিদারক ঘটনায় দেশবাসী ও তাদের স্বজনদের মত আমিও গভীরভাবে ব্যথিত ওশোকাভিভূত।’
বিএনপি চেয়ারপার্সন বলেন, কেন বারবার মিল কলকারখানায়অগ্নিকান্ড ঘটছে, এত মানুষের জীবনহানি ঘটছে, তার কারণ খতিয়ে দেখে কার্যকরপদক্ষেপ নিতে সরকার সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে। সরকারের উদাসীনতার কারনেইঅসহায় খেটে খাওয়া শ্রমজীবি মানুষদের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবারউপেক্ষিত থাকছে। বারংবার দূর্ঘটনার পূনরাবৃত্তিতে ভুক্তভোগীদের আহাজারীতেওসরকারের টনক নড়ছে না বরং ক্ষমতাসীন গোষ্ঠীর প্রতিটি সেক্টরে সীমাহীনদূর্নীতি ও ব্যর্থতার কারণেই আজ দেশে মানুষের জান-মালের নিরাপত্তা চরমহুমকির মুখে নিপতিত হয়েছে।
খালেদা জিয়া অগ্নিকান্ডে নিহতদের বিদেহীআত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতিগভীর সহমর্মিতা ও সমবেদনা জানান। এছাড়া তিনি অগ্নিকান্ডে আহতদের দ্রুতসুচিকিৎসার জোর দাবি জানান।
অপর এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্তমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশুলিয়ায় তাজরীন গার্মেন্ট ফ্যাক্টরীতেভয়াবহ অগ্নিকান্ডে শ্রমিকের মৃত্যু এবং অসংখ্য শ্রমিক আগুনে পুড়ে মারাত্মকআহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি নিহতদের রুহের মাগফিরাতকামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদেরসুচিকিৎসার দাবি জানান।
নিউজরুম