রুপসীবাংলা, গাজীপুর (২৪ নভেম্বর) :সংসদে দাঁড়িয়ে এবং সংসদের বাইরে যেসব কুৎসিতবক্তব্য দেওয়া হয়, তা ফরমালিনের চেয়েও বিষাক্ত বলে মন্তব্য করেছেনযোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বেলা ২টায় টঙ্গীতে দরিদ্র নারী ও ছাত্রছাত্রীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দেশেররাজনৈতিক ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন, “আক্রমণাত্মক ভাষায় কথা না বলেযুক্তির ভাষায় কথা বলুন। সংসদে দাঁড়িয়ে এবং সংসদের বাইরে যে কুৎসিত বক্তব্যদেওয়া হয়, তা ফরমালিনের চেয়েও বিষাক্ত।”
এসময় তিনি জানান, জয়দেবপুরচৌরাস্তা থেকে বিমানবন্দর পর্যন্ত আধুনিক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার জন্য২ হাজার ৪০ কোটি টাকা একনেক থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। এ রাস্তাসম্প্রসারণের কাজ আগামী জুন-জুলাই মাসে শুরু হবে।
নগর অংশিদারিত্বেরমাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পর (ইউপিপিআর) আওতায় টঙ্গী পৌরসভারউদ্যোগে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পৌর মেয়রঅ্যাডভোকেট আজমত উল্লা খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভূমিমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হকএমপি, যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসানরাসেল এমপি।
পরে মন্ত্রী অনুষ্ঠানে এ প্রকল্পের মাধ্যমে ৯ হাজার ৭শ’ ৫০ জন দু:স্থ্ নারী ও শিক্ষার্থীর মধ্যে ৪ কোটি ৫৮ লাখ টাকার চেক বিতরণ করেন।
নিউজরুম