রুপসীবাংলা, ঢাকা (২৪ নভেম্বর) :দেশের উন্নয়নের ভার কাঁধে নিতে প্রস্তুত হওয়ার জন্যস্কাউটদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এসময়যুবকদের জাতির ভবিষ্যৎ বলেও উল্লেখ করেন।
শনিবার সকালে বঙ্গবন্ধুআন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু’দিনব্যাপী ২৪তম এশিয়া প্যাসিফিক রিজিওনালস্কাউট সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ আহবান জানান।
জ্যেষ্ঠরা যেদায়িত্ব পালন করছেন তা রপ্ত করার জন্য প্রধানমন্ত্রী স্কাউটদের প্রতি আহবানজানান। তিনি বলেন, আমি দেখতে চাই তোমরা খুব শিগগিরই এ অবস্থানে এসেছ।অনুষ্ঠানেঅন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ওয়ার্ল্ড স্কাউট কমিটির চেয়ারম্যান সিমনহাং-বচ রি, বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট মো. আব্দুল করিম, বাংলাদেশস্কাউটের প্রধান জাতীয় কমিশনার মো. আবুল কালাম আজাদ ও সম্মেলন আয়োজক কমিটিরচেয়ারম্যান হাবিবুল আলম বীর প্রতীক।
অনুষ্ঠানে ফিলিপাইনেরভাইস-প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক স্কাউটের চেয়ারম্যান জেজোমার সি বিনয়েরএকটি বিবৃতি স্কাউটদের পড়ে শোনানো হয়।২০২১ সালের মধ্যে বাংলাদেশকেএকটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে স্কাউটদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখারপ্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহবান জানান।
তিনি বলেন, ‘২০২১সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা আমাদের লক্ষ্য’।দারিদ্র্য দূর করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশহিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।
এ লক্ষ্যে স্কাউটদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহবান জানান তিনি।
তিনিসর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরস্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় স্কাউট সদস্যদের আরও নিবেদিত হওয়ার আহ্বানজানান।
স্কাউটিং তাঁর প্রিয় সংগঠনগুলোর মধ্যে অন্যতম উল্লেখ করেপ্রধানমন্ত্রী বলেন, স্কাউটিং এর মাধ্যমে ছোটবেলা থেকে ছেলেমেয়েরা ধাপেধাপে আত্মনির্ভরশীল এবং সেবার ব্রত নিয়ে বেড়ে ওঠে।
তিনি বলেন, ‘স্কাউটরা প্রকৃতির কাছাকাছি গিয়ে প্রায়োগিক শিক্ষা গ্রহণ করে এবং যে কোনপ্রাকৃতিক দুর্যোগ ও দেশের জন্য দায়িত্ব পালনে তারা অগ্রবর্তী স্বেচ্ছাসেবীদল হিসেবে এগিয়ে আসে।’শেখ হাসিনা বলেন, তিনি নিজেও যখন সুযোগ পান, তখনই স্কাউটিংকে উৎসাহিত করার চেষ্টা করেন।দেশে বর্তমানে ১১ লাখ ৬৪ হাজার স্কাউট সদস্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী বছর স্কাউটদের এই সংখ্যা হবে ১৫ লাখ।
নিউজরুম