রুপসীবাংলা, ঢাকা (২৪ নভেম্বর) : বিশ্ব অর্থনীতি ও রাজনৈতিক প্রেক্ষাপটে চীন গুরুত্বপূর্ণ হয়ে উঠায় দেশটির সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এ জন্য সরকারি পর্যায়ে সম্পর্ক জোরদারের প্রচেষ্টার পাশাপাশি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সঙ্গেও রাজনৈতিক সম্পর্ক নিবিড় করার চেষ্টা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাশাপাশি গত কয়েক বছরে বেশ কয়েকবার চীন সফর করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।
এরই ধারাবাহিকতায় আগামী ২৭ নভেম্বর আবারও চীন যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হবে। আট সদস্যের প্রতিনিধি দলটি সেখানে ১০ দিন অবস্থান করবে। এ সময় তারা রাজধানী বেইজিংসহ আরো দুই-একটি প্রদেশ সফর করবেন বলে জানা গেছে।
আট সদস্যের এই প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ-প্রচার সম্পাদক অসিম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, স্বাস্থ্য সম্পাদক ডা. বদিউজ্জামান ডাব্লিউ, কার্যনির্বাহী সদস্য এনামুল হক শামীম, আমিনুল ইসলাম আমিন ও সুজিত রায় নন্দী।
উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালায় আওয়ামী লীগ। এর অংশ হিসেবে ২০০৯ সালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন ঘুরে আসেন।
এরপর ২০১০ সালের শুরুতে চীন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং।
চলতি বছরের জুনেও চীন সফর করে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।এছাড়া গত বছর আওয়ামী লীগের তরুণ নেতাদের একটি প্রতিনিধি দলকেও চীনে পাঠানো হয়। মূলত সদ্য বিদায়ী ছাত্রনেতারাই ওই প্রতিনিধিদলে স্থান পান।
নিউজরুম