রুপসীবাংলা, রাজশাহী (২৪ নভেম্বর) : রাজশাহীতে শিবিরের দুই শীর্ষ নেতাকে ধরতেপুরস্কার ঘোষণা করেছে মহানগর পুলিশ। এরা হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমন ও সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন । তুহিনকে ধরতে পারলে নগদ ৫ লাখ টাকা এবং ইমন কে ধরলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়াহবে। এদের মধ্যে তুহিন পুলিশের রাইফেল কেড়ে নিয়ে তাদের ওপর হামলা চালান, আরইমন ওই হামলায় নেতৃত্ব দেন।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এসএম মনির-উজ-জামান পুরস্কার ঘোষণার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এদিকে পুরস্কাকর ঘোষণার পর রাজশাহীতে শিবির বিরোধী অভিযান আরো জোরদার হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
গত৬ নভেম্বর রাজশাহীর জিরো পয়েন্টে পুলিশের রাইফেল কেড়ে নিয়ে শিবির ক্যাডারতুহিন এক পুলিশ সদস্যের উপর চড়াও হন এবং তাকে মারপিট করেন। পরে শিবিরকর্মীরা ওই রাইফেল মাটিতে আছড়ে সেটি ভেঙ্গে ফেলে। এরপরে রাজশাহীবিশ্ববিদ্যালয়ে তারা এক ছাত্রলীগ নেতাকে হাত পায়ের রগ কেটে দেয়। মূমুর্ষঅবস্থায় ওই নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমাসেতিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, এসব ঘটনায় রাজশাহীতে চিহ্নিত শিবিরক্যাডার ধরতে ব্যাপক অভিযানে নামে পুলিশ। কিন্তু পুলিশের উপর হামলাকারীতুহিন ও বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকারী ইমনকে গ্রেফতারে ব্যর্থ হয়। শনিবারসকালে আরএমপি সদর দফতরে এই বিষয় নিয়ে পুলিশ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেপুরস্কারের ঘোষণা দেন স্বয়ং পুলিশ কমিশনার। পুলিশ কর্মকর্তাদের অনুপ্রানিতকরতে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।
এদিকে, এই ঘোষণার পরপরই শিবির বিরোধী অভিযান আরো জোরদার করা হয়েছে। নগরীর শিবির অধ্যুষিত এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
আরএমপিপুলিশ কমিশনার এসএম মনির-উজ-জামান বাংলানিউজ কে বলেন, কর্মকর্তাদেরউজ্জিবিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, তুহিন কে ধরতে ৫ লাখটাকা এবং ইমনকে ধরতে পারলে ১ লাখ টাকা দেয়া হবে। যে কর্মকর্তারা তাদেরগ্রেফতার করতে পারবেন তাদেরই পুরস্কার হিসেবে এই টাকা দেওয়া হবে।
নিউজরুম