রুপসীবাংলা, ঢাকা (২৪ নভেম্বর) :দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি রোববারও হরতালের ডাক দিয়েছে।শনিবার বিকেলে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ এ ঘোষণা দেন।
এরআগে জাতীয় প্রেসক্লাব থেকে পল্টন মোড় এবং পল্টন থেকে আবার প্রেসক্লাবে এসেএকটি মিছিল শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা এক সমাবেশে মিলিত হন।
এছাড়া এদিনই ফুলবাড়ী থেকেও সংগঠনটির স্থানীয় নেতারা এ ঘোষণা দেন।
মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মো. শহীদুল্লাহ।
সমাবেশে বক্তারা আগামী ২৮ নভেম্বর সারাদশে মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন।
এতে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।
উল্লেখ্য, ফুলবাড়ীতে খনির কাজে বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে সহায়তা করার জন্যজেলা প্রশাসনসহ স্থানীয় প্রশাসনকে দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিরপ্রতিবাদে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটিশুক্রবার বিকেল ৩টায় ফুলবাড়ী নিমতলা মোড়ে এক সমাবেশ আহ্বান করে। ওইসমাবেশকে কেন্দ্র করে নাশকতা এড়াতে শুক্রবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টাপর্যন্ত সমাবেশের জন্য নির্ধারিত স্থান ফুলবাড়ীর ব্রিজ এলাকা থেকে ঢাকা মোড়পর্যন্ত ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
এর প্রতিবাদে ফুলবাড়ীব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মর্তূজা সরকার মানিক শনিবারসকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠানসহ সড়ক অবরোধের ঘোষণাদেন।
নিউজরুম