কেন্দ্রীয় কার্যালয়ে হামলা আশঙ্কায় শিবিরের রণপ্রস্তুতি

0
417
Print Friendly, PDF & Email

ঢাকা:পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগ ও যুগলীগের হামলার আশঙ্কায় রণ প্রস্তুতি নিয়েছে জামায়াত-শিবির

শনিবারজামায়াত-শিবিরের ঢাকা মহানগর শাখার কয়েকজন নেতা বাংলানিউজকে জানান, বিকেলেছাত্রলীগ ও যুবলীগ পল্টনে শিবিরের কেন্দ্রীয় অফিস ও জামায়াতের মহানগরঅফিসে হামলা চালাতে পারে

তারা জানান, ছাত্রলীগ বঙ্গবন্ধু এভিনিউ, দৈনিক বাংলা, মতিঝিল ও প্রেসক্লাবের দিক থেকে মিছিল নিয়ে এসে তাদেরকার্যালয়ে হামলা চালাতে পারে বলে জামায়াত-শিবিরের কাছে তথ্য আছে

তাই সম্ভাব্য হামলা মোকাবেলায় পল্টন ও আশপাশের এলাকায় নেতা-কর্মীদের সংখ্যা বাড়াচ্ছে শিবির

সকালেমালিবাগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের মুক্তিরদাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া জামায়াত-শিবির কর্মীদেরও এসব এলাকায়প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে শিবির সূত্র

সূত্র আরো জানিয়েছে, মহানগর বা কেন্দ্রীয় অফিসে হামলা হলে পরবর্তী করনীয়ও ঠিক করে রাখা হয়েছে

প্রসঙ্গত, গত ৫ ও ৬ নভেম্বর সারাদেশে পুলিশের উপর জামায়াত-শিবিরের হামলার পর তাদেরপ্রতিহত করার ঘোষণা দেয় আওয়ামী লীগশিবির ঠেকাতে যুবলীগ ও ছাত্রলীগকেরাজপথে থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী

এছাড়া রাজশাহীবিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আখেরুজ্জামান তাকিমের উপর হামলা ও তারপায়ের রগ কেটের দেওয়ার ঘটনার পর থেকে রংপুর, নরসিংদী, সাতক্ষিরাসহসারাদেশের বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানেহামলা, ভাঙচুর আর অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ ও যুবলীগ

এসব ঘটনাবিশ্লেষণ করে হামলার আশঙ্কাকে অধিক গুরুত্ব দিচ্ছে জামায়াত-শিবিরএ জন্যতারা এরইমধ্যে পল্টনসহ এর আশপাশের এলাকায় তাদেও শক্তি বাড়িয়েছে

বিষয়ে ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদবাংলানিউজকে বলেন, “ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসী কায়দায় গত কয়েক দিন ধরেযেভাবে জামায়াত শিবিরের অফিসে হামলা ও অগ্নিসংযোগ করেছে তা অগণতান্ত্রিক ওবর্বরোচিত

তিনি বলেন, “আমরা মনে করি- ছাত্রলীগ, যুবলীগ ঢাকায়জামায়াত শিবিরের অফিসে হামলা করার মতো আত্মঘাতী সিন্ধান্ত  নেবে নাযদিনেয় তবে তারা চরম ভুল করবে

হামলা মোকাবেলায় জামায়াতের প্রস্তুতিসর্ম্পকে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জামায়াতএকটি নিবন্ধিত রাজনৈতিক দলএ দলের অফিসের নিরাপত্তা দেওয়ার দায়িত্বসরকারের

এ প্রসঙ্গে জানতে চাইলে যুবলীগের সাধারণ সম্পাদকহারুন-অর-রশীদ বাংলানিউজকে বলেন, “সাংঘর্ষিক ও অপরাজনীতিতে যুবলীগ বিশ্বাসকরে নাএ পর্যন্ত জামায়াত-শিবিরের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কোথাওযুবলীগের নাম আসে নি

জামায়াত-শিবির অযুহাত তৈরি করে বড় ধরনের কোনঘটনা ঘটাতে চায় অভিযোগ করে তিনি বলেন, “যুবলীগ গণমানুষের কাছে গিয়েযুবজাগরণ সৃষ্টি করবে জামায়াত-শিবিরের বিরুদ্ধেসরাসরি সংঘর্ষের রাজনীতিতেযাবে নাযুবলীগ দেশ ও জাতির স্বার্থে সব প্রকার নাশকতার বিরুদ্ধে প্রশাসনও সরকারকে সহযোগিতা করে যাবে

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদকসিদ্দিকী নাজমুল আলম বাংলানিউজকে বলেন, “জামায়াত-শিবির বিভিন্ন আত্মঘাতীকর্মকাণ্ডের মাধ্যমে দিশেহারা হয়ে এখন আবোল তাবোল কথা বলছেএ ধরনের হামলারখবর সত্য নয়

তিনি বলেন, “সব কিছু মিলিয়ে জামায়াত-শিবির একটাবিশ্রি অবস্থার সৃষ্টি করতে চায়তারা বিভিন্ন নাশকতা সৃষ্টি করে যাচ্ছেইস্যু তৈরি করতে আরো নাশকতা চালাতে পারেতারা হয়তো নিজেরাই নিজেদেও অফিসপুড়িয়ে আমাদের উপর দোষ চাপাতে পারে

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন