রুপসীবাংলা, ঢাকা (২৪ নভেম্বর) :জাতীয় সংসদের উপনেতা আওয়ামী লীগের প্রেসিডিয়ামসদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, “প্রগতিশীল আইনজীবী-রাজনীতিক সবাইকে একথাকতে হবে, বিভেদ সৃষ্টি করা যাবে না। এক থাকলে স্বাধীনতা বিরোধীরা মাথাতুলে দাঁড়াতে পারবে না।”
শনিবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিপ্রাঙ্গণে সরকার সমর্থক ‘বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভায়উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “যুদ্ধাপরাধীদেরবিচার শুরু করেছি। এটা ছিল আমাদের নির্বাচনী অঙ্গীকার। আমাদের সরকারেরআমলেই এই বিচার সুসম্পন্ন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
সৈয়দাসাজেদা চৌধুরী বলেন, ‘স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও সকল গণতান্ত্রিকআন্দোলনে আইনজীবীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যারপ্রতিবাদ করায় আমাকে তৎকালীন শাসকগোষ্ঠী গ্রেফতার করে। বিনা বিচারে এক বছরকারাগারে বন্দি করে রাখে। ঐ অবস্থা থেকে আইনজীবীরাই আমাকে মুক্ত করেছে।”
‘বঙ্গবন্ধুরআদর্শ, শেখ হাসিনার নেতৃত্ব ও অসাম্প্রায়িক বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ওসম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রতিনিধি সমাবেশে সভাপতিত্ব করেনবঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার।
আলোচনাসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফহোসেন হুমায়ুন, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, বঙ্গবন্ধুআইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েকুজ্জামান মোল্লা, অ্যাডভোকেট মোহাম্মদ ইসরাফিল প্রমুখ।
নিউজরুম