রুপসীবাংলা, ঢাকা (২৪ নভেম্বর) :দেশ থেকে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে জনগণকেঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণসম্পাদকমাহবুব-উল-আলম হানিফ।শনিবার এক বক্তৃতায় তিনি বলেন,“জাতিঐক্যবদ্ধ হলে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব। এতদিন সবাইঐক্যবদ্ধ হলে অনেক আগেই তাদের রাজনীতি নিষিদ্ধ করা যেত।”
শনিবারদুপুরে ঢাকা কলেজে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ‘জঙ্গিবাদ-সন্ত্রাস ওদুর্নীতি প্রতিরোধে নৈতিক শিক্ষার গুরুত্ব এবং আশুরার তাৎপর্য’ শীর্ষকআলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ইসলাম শান্তির ধর্ম। এখানেজঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেনিজেদের স্বার্থ চরিতার্থ করে, তাদের জাতীয়ভাবে প্রত্যাখ্যান করতে হবে।”
ডিসেম্বরমাসেই শীর্ষস্থানীয় কয়েকজন যুদ্ধাপরাধীদের বিচারের রায় হয়ে যাবে উল্লেখকরে হানিফ বলেন, “৪০ বছর আগের ঘটনার বিচার করা কঠিন কাজ হলেওযুদ্ধাপরাধীদের বিচার এখন গোটা জাতির দাবি। এই কঠিন কাজে যাতে কোনো ভুল নাহয়, সেজন্য আমরা সতর্কতা অবলম্বন করছি। এ বিচারের মাধ্যমে জাতিকেকলঙ্কমুক্ত করা হবে।”
তিনি বলেন, “তারেক রহমান দুর্নীতির সঙ্গে জড়িতছিলো না বলে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বছরের সেরা যে তামাশাটা করেছেনতা ইতিহাসে লেখা থাকবে।
এটা নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।”ঢাকাকলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আয়েশা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় আরোবক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটে (একাংশ) চেয়ারম্যান মিছবাহুর রহমানচৌধুরী, সাবেক সচিব মো: শাহজাহান সিদ্দিকী, ইসলামিক ফাউন্ডেশনেরমহাপরিচালক শামীম মোহাম্মদ আব্দুর রশীদ, অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদপ্রমুখ।
নিউজরুম