রুপসীবাংলা, ঢাকা (২৩ নভেম্বর) :ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনারবাসায় বৃহস্পতিবার রাতে একটি পার্টিতে যোগ দিয়েছেন কয়েকজন কূটনৈতিক, রাজনীতিক, অর্থনীতিবিদ ও সাংবাদিক।
গুলশানের ৯১ নম্বর রোডে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ পার্টি অনুষ্ঠিত হয়।
পার্টিতেবিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপিরচেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল আউয়াল মিন্টু, বিশিষ্টঅর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সাংবাদিক এনায়েত উল্লা খান, পাকিস্তানের হাইকমিশনার মিয়া আফরাসিয়াব মেহদি হাশমি কোরেশি , ইউরোপীয়ইউনিয়ন ও ভ্যাটিক্যান সিটির দুই কূটনৈতিক অংশ নেন।
পার্টিতে অংশনেওয়া ব্যক্তিদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাংলানিউজকে জানান, এটাকোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। এটি একটি সামাজিক অনুষ্ঠান।
এদিকে, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মার্কিন ডেপুটি চিফ অব মিশন জন ডানিলুইজএর বাসায় আরেকটি পার্টি অনুষ্ঠিত হয়। ওই পার্টিতে অংশ নেন বিএনপিরচেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. এম ওসমান ফারুক, ভারতের ডেপুটিহাইকমিশনার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ও সাবেকপররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।